এইচএসসি ২০১৫ সাজেশন (জীব বিজ্ঞান ২য় পত্র) - HSC suggestion 2015 (Biology 2nd part)


এইচএসসি ২০১৫ সাজেশন (জীব বিজ্ঞান ২য় পত্র) - HSC suggestion 2015 (Biology 2nd part)

Hello students, here we will present HSC suggestion 2015 (Biology 2nd part). Its only suggestion, not board question. So you should read the text book perfectly. Please leave a comment and share it with your friends.
-Thank you

১। নসিন খাগড়াছড়িতে বেড়াতে গিয়েছিলো। ফিরে আসার কয়েক দিন পরে কাপুনি সহ প্রচণ্ড জ্বর দেখা যায়। জ্বর কয়েক ঘণ্টা পর ছেড়ে যায় এবং প্রচুর ঘাম হয়। ডাক্তার পরীক্ষা করে বলেন এক কোষী পরজীবী প্রাণীর কারনে জ্বর হচ্ছে।

ক) হটস্পট কি ?
খ) মিথিজিবিতা বলতে কি বুঝো ?
গ) নসিনের রোগের জীবাণুটির জীবনচক্র সম্পন্ন করতে কয়টি পোষক লাগে?
ঘ) উদ্দীপকের পরজীবীর আক্রমণের থেকে কিভাবে আত্মরক্ষা করা যায় ?

২। নিচের চিত্রটি দেখ

ক) জীব বৈচিত্র্য কি?
খ)  চিত্রটির প্রধান অংশ গুলো চিনহিত কর
গ)  a অংশটির উপর ভিত্তি করে ক্রমসমের প্রকারভেদ দেখাও
ঘ)  জিবের ক্ষেত্রে চিত্রটির ভুমিকা লিখ

৩। অন্যান্য প্রাণীর থেকে আরশোলার দৃষ্টি শক্তি অত্তান্ত প্রবল। এমন কি এরা রাতের বেলাতেও অন্ধকারেও দেখতে পায়। আর এই কাজের জন্য আরশোলার চোখ অনেক গুলো ওমাটিডিয়াম এর সমন্বয়ে গঠিত যা দর্শন কাজের জন্য খুবই উপযোগী।
ক) রেচন কি ?
খ) কর্ডেট বলতে কি বুঝো ?
গ) আরশোলার ওমাটিডিয়ামের চিহ্নিত চিত্র আক
ঘ) সম্মিত আলোতে আরশলারা কিভাবে দেখে ?

৪। শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান কালে বললেন আমাদের দেহের বিপাকীয় কাজের জন্য শক্তির প্রয়োজন, আবার প্রতিটি কোষেই শ্বসন সংগঠিত হচ্ছে। শ্বসনের জন্য অক্সিজেন  প্রয়োজন। জার মাধ্যমে শক্তি উৎপাদনের পাশাপাশি co2 তৈরি হয়। যা দেহ থেকে পরিত্যাগ হয়।
ক) পরিপাক কি ?
খ) ফুড পিরামিড বলতে কি বুঝো ?
গ) দেহ কোষ পরিবেশ থেকে কিভাবে o2  পরিবাহিত হয় ? ব্যাখ্যা করো
ঘ) কোষে সৃষ্ট co2  দেহ থেকে কিভাবে পরিত্যাগ হয় বিশ্লেষণ কর

৫। আমাদের দেহে কয়েক ধরনের গ্রন্থি আছে। এসব গ্রন্থির মধ্যে কিছু নালিবিহিন আবার কোনটি নালিজুক্ত আমাদের দেহে গ্রন্থিগুলির ক্ষরণ নানা ধরনের অত্যাবশ্যকীয় ভুমিকা রাখে
ক) এনজাইম কি ?
খ) অওালেসিয়া নলতে কি বুঝো ?
গ) "পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়" উক্তিটি ব্যাখ্যা কর।
ঘ) দেহের বৃদ্ধিতে হরমোনের ভুমিকা বিশ্লেষণ করো।

৬। জামিল সাহেবের ডায়াবেটিকস রোগে ভুগছেন। প্রায়ই তার রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যায় তখন তাকে ইঞ্জেকশান দিতে হয়। ডায়াবেটিকস নিয়ন্ত্রণের মাধ্যমের এভাবে দীর্ঘকাল নিজেকে বাছিয়ে রেখেছেন। ইঞ্জেকশানের জৈব প্রযুক্তির অবদান উল্লেখযোগ্য।
ক)লিথান জিন কি ?
খ) বিপন্ন ও বিপদাপন্ন প্রানি বলতে কি বুঝো ? 
গ) জামিল সাহেবের জীবন রক্ষাকারী উপাদানটির প্রস্তুত  প্রনালি ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের প্রযুক্তির অবদান ওষুধ শিল্পে অপরিসীম বিশ্লেষণ করো।

Hit like on our Facebook Fan page. click..

Previous
Next Post »