এসএসসি রেজাল্ট ২০১৫ এর সময়সূচী - ssc result 2015

গত ২ ফেব্রুয়ারি থেকে ২০১৫ সালের এসএসসি পরীক্ষা শুরু হওার কথা ছিল। যদিও হরতাল জনিত কারনে তা পিছিয়ে গেছে এবং শেষ হয়েছে গত ১১/০৩/২০১৫ তারিখে। এই মুহূর্তে সকল পরীক্ষার্থীদের মনে একটাই প্রশ্ন ফলাফল কবে দিবে।



যত দুর শুনা যায় এসএসসি ও সমমানের সকল পরীক্ষার ফলাফল আগামী ৩ মে থেকে ৭ মে এর ভেতর প্রকাশিত হবে।


এসএসসি পরীক্ষার্থীরা তাদের ফলাফল ৩ রকম ভাবে জানতে পারবে।

- নিজ নিজ স্কুল হতে।
- শিখামন্ত্রলায়ের ওয়েব সাইট থেকে।
শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd । এখানে গিয়ে নিজ নিজ রোল, শিক্ষাবর্ষ ও বোর্ডের নাম দিয়ে উক্ত দিন পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।
- মোবাইল মেসেজ হতে।

শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে খুব সহজে ফলাফল জানতে পারবে। এজন্য যে কোনও মোবাইল ফোন অপারেটর থেকে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবারও স্পেস দিয়ে ২০১৪ লিখে ১৬২২২ নাম্বারে এসএমএস পাঠাতে হবে।  ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।


বোর্ডের নামের প্রথম তিন ডিজিট হলো COM (কুমিল্লা), MAD (মাদ্রাসা), DHA (ঢাকা বোর্ড), RAJ (রাজশাহী), JES (যশোর), CHI (চট্টগ্রাম), BAR (বরিশাল), SYL (সিলেট), DIN (দিনাজপুর)। যেমন কেউ যশোর শিক্ষাবোর্ড থেকে XXXXXX রোল নাম্বার নিয়ে এসএসসি পরীক্ষা দিলে তার এসএমএসটি হবে SSC JES XXXXXX 2014।
দাখিল পরীক্ষার ফলাফল জানতে DHAKIL লিখে স্পেস দিয়ে Mad স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৪ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।


tags : ssc result bd, ssc result 2014 bd, ssc exam result 2014, ssc 2015, primary education, ssc result 2015, ssc result 2015 bd
Previous
Next Post »