আবারো স্টিফেন হকিংসের বিতর্কিত মতবাদ - পৃথিবীর অস্তিত্ব শেষের পথে

বর্তমান দুনিয়ার সেরা বিজ্ঞানিদের তালিকাতে সবার উপরের নামটি স্টিফেন হকিংস বলে আখ্যায়িত করা হয়। এই আলোচিত বিজ্ঞানি কিছু দিন পর পর কিছু বানির উদয় ঘটান জা জন্ম দেয় নানা তর্ক-বিতর্কের। সাম্প্রতিক সময়ে তিনি পৃথিবী ধ্বংসের ইঙ্গিত নিয়ে একটি মতবাদ উপস্থাপন করলেন। তার মতবাদে তিনি বলেন "মানব সভ্যতার ইতি এক্ষণ সুধু সময়ের ব্যাপার। খুব শিগ্রই মহাকাশের অন্ন কোথাও থাকার জন্য যায়গা করে  না নিলে সভ্যতা ধ্বংসের জন্য প্রস্তুত থাকতে হবে"

স্টিফেন হকিংস এয় ধ্বংস ক্রিয়ার জন্য সময়সীমা নিরধারন করে দিয়েছেন। তার মতে মানব সভ্যতার ইতি ঘটবে আগামি ১ হাজার বছরের মদ্ধে। তিনি এর মধ্যে মহাকাশের অন্য কোথাও মানুষকে পাড়ি জমানোর জন্য উপদেশ দিচ্ছেন।

তবে তিনি কেন এবং কোন যুক্তির উপর ভিত্তি করে এই রকম মতবাদ পোষণ করেন তার কোন সুনির্দিষ্ট কারন তিনি উল্লেখ করেন নাই। উল্লেখ্য বিজ্ঞানী স্টিফেন হকিংসকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী বলে আখ্যায়িত করা হয়ে থাকে। তিনি সুধু পৃথিবী ধ্বংস নিয়ে নয়, তিনি কিছু দিন আগে মহাকাশ এবং ধূমকেতু নিয়ে এইরুপ একটি মতবাদ উপস্থাপন করেছেন , সেটিও নানা তর্ক বিতর্কের জন্ম দিয়েছিলো।

সূত্রঃ দি টাইম্‌স
Previous
Next Post »