এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়ন করুন প্রয়োজনে - Recheck the exam paper of ssc if you need 2015

গত ৩০-০৫-২০১৫ তারিখে ২০১৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। চলুন আগে এক নজর কিছু হাইলাইট দেখে নেই।
=> ২০১৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষাতে অংশগ্রহণ করে ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন।
=> সকল বোর্ডে গড়  ৮৭ দশমিক ০৪ শতাংশ হার পাশ করেছে। অর্থাৎ ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন  এবং  জিপিএ ৫  পেয়েছে  ১   লাখ ১১ হাজার ৯০১ জন।
=> ঢাকা বোর্ডে পাশের হার সর্বাধিক।

এবার আসুন মুল বিষয়ে। যাদের ফলাফল আশানুরুপ হয় নাই তাদের জন্য কিছু কথা বলবো। অনেকে এখন  খাতা  পুনঃমূল্যায়ন  এর জন্য সিদ্ধান্ত নিচ্ছেন। চলুন দেখি খাতা পুনঃমূল্যায়ন অথবা board/khata challenge করা জিনিশটা আসলে কি?
=>  প্রথমে আপনাকে নিশ্চয়তা দিচ্ছি পুনঃমূল্যায়ন মানে বোর্ড থেকে আপনার খাতা পুনরায় চেক করা  হবে না। শুধু  মাত্র  পুনরায়  মার্ক  গননা করা হবে।=> এই ক্ষেত্রে শুধু দেখা হবে আপনার কোন প্রশ্নে নাম্বার দেওয়া বাদে আছে কিনা, গননা তে কোন ভুল আছে কি না।
=> সুখবর হল এই ক্ষেত্রে কোন ক্রমে আপনার নাম্বার কমার কোন সুযোগ নেই। বরং বোর্ডের ভুলের কারনের আপনি নাম্বার কম পেলে সে ক্ষেত্রে আপনার নাম্বার বেড়ে যাবে।


কিভাবে খাতা পুনঃমূল্যায়ন অথবা board/khata challenge করার জন্য বোর্ডে আবেদন করতে হবে?

এর জন্য আপনাকে বিশেষ কোথাও জেতে হবে না। ঘরে বসে আপনার টেলিটক সিম থেকেই এর জন্য আবেদন করতে পারবেন।  প্রতিটি বিষয়ের আবেদনের জন্যে আবেদন ফি হিসেবে মোবাইল থেকে আবেদন ফি বাবদ ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে।  তবে বাংলা ও ইংরেজির মত যে সব  বিষয়ের ২ টি পত্র আছে  সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে এবং এ জন্য খরচ পরবে ২৫০ টাকা। আর একটি টেলিটক সিম থেকেএকাধিক মানুষ আবেদন করতে পারবে।

২০১৫ সালের ফলাফল পুনঃমূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে ৩১-০৫-২০১৫ তারিখ থেকে এবং শেষ হবে ০৬-০৬-২০১৫ রাত ১১ টা ৫৯ মিনিটে।

প্রথমে যে টেলিটক সিম থেকে আবেদন করা হবে তাতে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখতে হবে। এবং আপানার একটি বেক্তিগত নাম্বার লাগবে যেখানে পরবর্তীতে আপনার পুনঃমূল্যায়িত ফলাফল বোর্ড থেকে এসএমএস করে জানান হবে (পরিবর্তন না হলেও জানানো হবে)।
   
এখন আবেদন করতে এসএমএস করুন-

মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন- RSC<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর  <স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড
উদাহরণঃ যশোর বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 259663 তার বাংলার জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101

এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।

এখানে আপনি চাইলে একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সে জন্য কমা (,) দিয়ে  বিষয় গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবেঃ
RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101,107

এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্যে ১২৫ টাকা করে চার্জ করা হবে।

ফিরতি এসএমএস এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি পিন নাম্বার কোথাও লিখে রেখে এর পর মাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ
RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)
উদাহরনঃ মনে করুন  ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 01913XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবে: RSC<স্পেস>YES<স্পেস>12345<স্পেস>01913XXXXXX

এভাবে আপনার আবেদন সম্পন্ন হবে। ২০১৫ সালের খাতা পুনঃমূল্যায়নের ফলাফল ১৫ থেকে ১৮ দিনের মদ্ধে পেয়ে যাবেন।
                         
                      
Previous
Next Post »